শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩ 338 views
শেয়ার করুন
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালির অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন ও উপজেলা প্রশাসন। সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে তারা।
মঙ্গলবার সকাল ১০ টায় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পন করে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠন ও উপজেলা প্রশাসন। প্রথমে উপজেলা পরিষদ ও পরে পুলিশ প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস স্টেশন, পল্লীবিদ্যুতের সাব জোনাল অফিস, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান। সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন,  মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুবায়ের আহমেদ, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নূরুল হক।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন  ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।