শেখ কামালের জন্মদিনে শান্তিগঞ্জ বিজের কর্মসূচি 

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩ 351 views
শেয়ার করুন
বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। শনিবার অর্ধদিনব্যাপী একাধিক কর্মসূচি পালন করে বেসরকারি এই সংস্থাটি।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ শেখ কামালের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন বিজের শিক্ষক ও কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার, কৃষি কর্মকর্তা সোয়াহেল আহমদ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)’র সুনামগঞ্জের প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল, শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, চুরখাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব দে, নোয়াগাঁও-২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ইনাতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী রানী তালুকদার, চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনতী সূত্রধর, মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না বেগম, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পপি বেগম, সহকারি শিক্ষক আবু সুফিয়ান, সালাতুন নেছা, রুনি সূত্রধর, শিখা সূত্রধর, মিন্টু সূত্রধর, সুষমা সূত্রধর, কল্পনা সূত্রধর, ফরিদা আক্তার, আসমা বেগম, সুজিনা বেগম ও তাছলিমা বেগম।
এদিকে, একই দিন দুপুর ১২টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করে বিজ। সভায় সভাপতিত্ব করেন মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিবলু উদ্দিন।  শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ’র প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পাল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মাহমদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দাতা সাইজ উদ্দিন, পূর্ব পাগলা ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য আজির উদ্দিনসহ বিজের সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ। পরে, শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিজের সকল শিক্ষকদের মাঝে দাবা খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম স্থান অধিকার করেন শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, ২য় স্থান অধিকার করেন শেলি রানী তালুকদার ও ৩য় স্থান দখল করেন নোয়াগাঁও-২ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদা বেগম। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭টি বিদ্যালয়ে নিজেদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বিজ।