শান্তিগঞ্জে শ্রীনাম তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন সম্পন্ন

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২ 302 views
শেয়ার করুন
শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে শ্রীমদ্ভগবত গীতা সংঘের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে ষোলোপ্রহর ব্যাপী শ্রীনাম তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন সম্পন্ন হয়েছে। ইউনিয়নের শত্রুমর্দন শ্রী শ্রী রামকৃষ্ণ জিউর আখড়ায় (কেন্দ্রিয় আখড়া ) এ হরিনাম সংকীর্তন সম্পন্ন হয়। ২১শে অগ্রহায়ণ বৃহস্পতিবার সকাল ৮টায় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়ে ২৪ অগ্রহায়ণ রবিবার সকাল ১০টায় দধিভান্ড ভজনের মাধ্যমে কীর্তনের সমাপ্তি হয়।
এতে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন- গীতা সংঘের শ্রী অমর সূত্রধর , শ্রী অমৃকা পাল, ধর্ম সভায় আলোচনা করেন- জগন্নাথপুরের শ্রী তরুণ চক্রবর্তী, গীতা সংঘের শ্রী কর্ণমনি আচার্য্য, শ্রী সুজিত আচার্য্য, সন্ধ্যা আরতি পরিবেশনা করেন শ্রীমদ্ভাগবত গীতা সংঘ ও এলাকাবাসী,  শুভ অধিবাস পরিবেশনা করেন- গীতা সংঘের শ্রী রাধিকা সম্প্রদায়, অভিমূণ্য সূত্রধর, কীর্তনে শ্রীনাম সুধা পরিবেশন করেন- সাতক্ষীরার সরস্বতী সম্প্রদায়, গোপালগঞ্জের রাধা বিনোদিনী অষ্টসখী সম্প্রদায়, খুলনার নববৃন্দাবন সম্প্রদায়, পটুয়াখালীর জীবন তারা সম্প্রদায় ও তাহিরপুরের ঈশিতা সম্প্রদায়।
এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, গণেশ সূত্রধর, শিবুল চক্রবর্তী, নিখিল সূত্রধর, অমর সূত্রধর, অজিত সূত্রধর, নির্মল সূত্রধর, ভ্রমর বিপুল সূত্রধর,  সজল সূত্রধর, দুলু পাল, রঞ্জিত সূত্রধর, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, সজল দেব, সুশীল সূত্রধর, মদন সূত্রধর ও মনই সূত্রধর প্রমুখ।
নিকুঞ্জ সূত্রধর বলেন, গীতা সংঘের স্থায়ী কোনো আয় নেই। কীর্তনের সময় এলে উপজেলার বিভিন্ন জায়গায় নগরকীর্তন ভিক্ষা করে কীর্তনের খরচ যোগানো হয়। সব সময়ই  রাজনৈতিক ব্যক্তিদের নিমন্ত্রণ করে থাকি। সরকারি কোনো অনুদান আমরা কখনই পাইনি। আমরা চাই, কীর্তনের সময় কিছুটা হলেও সরকারিভাবে যেনো আমাদেরকে সহযোগিতা করা হয়।