পুর্ব লন্ডনের ব্রিকলেনে ক্যাফে লাভিস্তা’র শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২১ 1,221 views
শেয়ার করুন

পুর্ব লন্ডনের বাংলা টাউন খ্যাত ব্রিকলেনে শুভ উদ্বোধন হল ক্যাফে লাভিস্তা ব্রান্ডর একটি কফি সপ। গত ৩১ মে সোমবার দুপুর ২ টায় বাঙ্গালী মালিকানাধীন এই ব্যবসা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর স্পিকার কাউন্সিলার মোঃ আহবাব হোসেন সাথে ছিলেন ক্যাফে লাভিস্তা কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর এন্থনি স্পেয়ার॥

কমিউনিটি নেতা আবুল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে নতুন ব্যবসা প্রতিষ্ঠান ক্যাফে লাভিস্তা’র সাফল্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্পিকার আহবাব হোসেন, এন্থনি স্পেয়ার, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, বাংলা টাউন ও স্পিটাফিল্ড ওয়ার্ডের কাউন্সিলার সাদ চৌধুরী, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি কামাল এম সি রহমান, উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ফজলে আহমদ চৌধুরী একলিম, ব্রিকলেনের ব্যবসায়ী দিলু চৌধুরী এবং কমিউনিটি এক্টিভিস্ট রেদওয়ান খাঁন প্রমুখ।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর ব্যবসা প্রতিষ্ঠানের দুই তরুণ উদ্যোগতা মোহাম্মদ জিয়া উদ্দিন ও আব্দুল তরফদার অতিথি বৃন্দকে ধন্যবাদ জানিয়ে কমিউনিটির সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করান।