মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পূর্ব মোহাম্মদনগর এলাকার পরিবহণ শ্রমিক আব্দুল্লাহ দীর্ঘদিন যাবৎ দুর্ঘটনাজনিত কারণে মানবেতর জীবনযাপন করছেন। তার সুচিকিৎসারর জন্য বড় অংকের অর্থের প্রয়োজন। বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন আব্দুল্লাহর চিকিৎসার সহযোগিতায় এগিয়ে এসছেন। গত ৩০ মে রবিবার বড়লেখার সামাজিক ও মানবিক অঙ্গনের সম্মুখ সারির সংগঠন “বড়লেখা ফাউন্ডেশন ইউকে” এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আব্দুল্লাহর চিকিৎসার জন্য একটি অনুদান হস্থান্তর করা হয়।
বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর শুভাকাঙ্ক্ষী শামীম আহমদ এর উপস্থিতিতে অনুদানটি অসুস্থ আব্দুল্লাহর হাতে তুলে দেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহাব উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য বেলাল আহমদ,কামাল আহমদ,সাব্বির আহমদ, বিপ্লব পুরকায়স্থসহ এলাকার সামাজিক সংগঠন সংশ্লিষ্ট বিশিষ্টজন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ক্রীড়া ধারাভাষ্যকার ও সামাজিক সংগঠক আহমেদ নোমান। এতে বক্তাগণ “বড়লেখা ফাউন্ডেশন ইউকে”এর এই মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং মানবকল্যাণে তাঁদের অবদান অব্যাহত রাখার আহবান জানান।
পরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার পরিষদের পক্ষ থেকে অসুস্থ আব্দুল্লাহর হাতে একটি প্রতিবন্ধী ভাতার বই তুলে দেন।


