প্রবাসী সাংবাদিক কবির আল মাহমুদের পিতার মৃত্যুতে আলীনগর সমিতি ইউকের শোক
প্রেস বিজ্ঞপ্তি প্রেস বিজ্ঞপ্তি
বায়ান্ন টিভি
স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য, বাংলা টিভির রিপোর্টার, জাগো নিউজের প্রতিনিধি এবং জালালাবাদ টিভি প্রেজেন্টার কবির আল মাহমুদের বাবা মো. আলমাস আলী শনিবার (২৯ মে) সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দগ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মো. আলমাস আলী ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত ৮ টা ৩০ মিনিটের সময় স্থানীয় রামধা ত্রিমুখীস্থ বৃহত্তর চন্দগ্রাম শাহী ইদগাহ মাঠে সম্পন্ন হয়।
সাংবাদিক কবির আল মাহমুদের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকে’র নেতৃবৃন্দ এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকে’র পক্ষ থেকে সভাপতি মনজুরুছ ছামাদ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ জামান ও ট্রেজারার লিয়াকত খাঁন এ শোক প্রকাশ করেছেন।


