অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শাহবাজপুরের অসহায় পরিবারকে পঞ্চান্ন হাজার টাকার আর্থিক অনুদান দিল বড়লেখা ফাউন্ডেশন ইউকে

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, মে ২২, ২০২১ 732 views
শেয়ার করুন

বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে মানবিক সহায়তা হিসেবে “বড়লেখা ফাউন্ডেশন ইউকে ৫৫০০০/= হাজার টাকা অনুদান দিয়েছে।

গত ২১ মে রোজ শুক্রবার বেলা দুই ঘটিকার সময় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুদানটি হস্থান্তর করা হয়।

“বড়লেখা সমিতি সিলেট” এর উপদেষ্টা এ. আর. শাহীন এর সভাপতিত্বে ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক সংগঠক,ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এম. এ. সহিদ খাঁন।

জনাব এম.এ. সহিদ খাঁন তার বক্তব্যে বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর মানবকল্যাণে পরিচালিত সামাজিক ও মানবিক কাজের নানা দিক তুলে ধরেন এবং এ সকল কার্যক্রম অব্যাহতভাবে চালিয় যাওয়ার আহবান জানান।

তিনি বলেন এই করোনা মহামারির সময়ে নিজেদের পরিবার পরিজনকে নিয়ে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে থেকেও দেশের প্রান্তিক ও অসহায় মানুষের কথা বিবেচনায় নিয়ে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে সারা বছর জুড়ে একগুচ্ছ মানবিক কার্যক্রম নিয়ে বড়লেখার প্রত্যন্ত অঞ্চলে চষে বেড়িয়েছে।

কখনো গৃহনির্মাণ, কখনো খাদ্য সহায়তা, কখনো আর্ত পীড়িত নানা রোগে আক্রান্ত দরিদ্র মানুষকে চিকিৎসা সহায়তা দিয়েছে।প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ, দৃষ্টিহীনদের জন্য চক্ষু শিবিরের আয়োজন করেছে।

মসজিদ,মাদ্রাসা,এতিমখানায় অার্থিক অনুদান দিয়েছে,কন্যাদায়গ্রস্ত পিতা-মাতাকে সহায়তা করেছে।
প্রান্তিক আয়ের অসচ্ছল পরিবারকে সাবলম্বী করতে মেয়েদের সেলাই মেশিন বিতরণ করেছে।
তাদের এসব মানবিক কাজগুলো প্রশংসার দাবী রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে এর দাতা ও শুভাকাঙ্ক্ষী যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী,সাবেক মেম্বার আব্দুল হালিম,বড়লেখা সমিতি সিলেট এর সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ওসমান গণি,দৈনিক ইনকিলাবের বড়লেখা প্রতিনিধি সুলতান মাহমুদ খাঁন।

উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর শুভাকাঙ্ক্ষী কামাল আহমদ,করিম মাহমুদ কারিন,সাব্বির আহমদ, আকরাম খাঁন,বাবুল আহমদ প্রমূখ।