লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এ টানা দ্বিতীয় বার স্পিকার নির্বাচিত হলেন আহবাব হোসেন
এম এ জামান এম এ জামান
বায়ান্ন টিভি
বাঙ্গালী অধ্যুষিত লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে টানা দ্বিতীয় বারের মত স্পিকার হলেন ২০১৮ সালে সর্বাধিক ভোটে বিজয়ী কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন। গত ১৯ মে বুধবার কাউন্সিলের ফুল মিটিংয়ে স্পিকারের এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। একই সাথে ডেপুটি স্পিকার হিসেবে টানা দ্বিতীয় বার নির্বাচিত হয়েছেন কাউন্সিলার জেনেত রহমান।
এবারের কাউন্সিলের ফুল মিটিং অনুষ্ঠিত হলো ব্রার্ডি আট সেন্টারে। সোস্যাল ডিস্টেন্সের কারনে অনেক কাউন্সিলার ভার্চুয়ালি যুক্ত হন।
কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন ২০০৪ সালে লেবার পার্টিতে যোগ দেন। ২০১৮ সালে স্থানীয় সরকার নির্বাচনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেথনাল গ্রীন ওয়ার্ড থেকে সর্বাধিক (২৯১৬) ভোট পেয়ে কাউন্সিলার নির্বাচিত হন। ২০১৯ সালে কাউন্সিলের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। ২০২০ সালে প্রথম স্পিকার নির্বাচিত হন এবং গত বুধবারের ফুল কাউন্সিল মিটিং এ দ্বিতীয় বারের মতো স্পিকার নির্বাচিত হন।
কাউন্সিলার আহবাব হোসেনের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামে। তাঁর জন্ম ১৯৬৩ সালে। তিনি গ্রামে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে মিরপুর ও এইডেড হাইস্কুলে মাধ্যমিক শিক্ষা সমাপন শেষে সিলেট মদনমোহন কলেজে অধ্যয়ন করেন। তিনি এক সময় সিলেট জেলা ছাত্র লীগের যুগ্ম সম্পাদকেত দ্বায়িত্ব পালন করেন। তিনি করোনা কালিন সময়ে টাওয়ার হ্যামলেটস এ কমিউনিটির সেবায় অগ্রণী ভুমিকা পালন করেন।
কাউন্সিলার আহবাব হোসেন দ্বিতীয় বার স্পিকার নির্বাচিত হওয়ায় কমিউনিটি নেতৃবৃন্দ সোস্যাল মিডিয়ায় তাঁকে অভিনন্দন জ্ঞাপন অব্যাহত রেখেছেন।
এদিকে আগামী এক বছরের জন্য মেয়রের এডভাইজার নির্বাচিত হয়েছেন কাউন্সিলার আয়াদ মিয়া, লাইসেন্সিং কমিটির চেয়ার নির্বাচিত হয়েছেন কাউন্সিলার শাহ সোহেল আমিন, চীফ হুইপ নির্বাচিত হয়েছেন কাউন্সিলার তারেক খাঁন এবং ওভার ভিউ ও স্ক্রুটুনি কমিটির চেয়ার নির্বাচিত হয়েছেন কাউন্সিলার মোহাম্মদ পাপ্পু। তাছাড়া অন্যান্য পদে গতবারের নির্বাচিতরা স্বপদে বহাল রয়েছেন।


