ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন: রকিব আল- মাহমুদ

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মে ২০, ২০২১ 613 views
শেয়ার করুন

 

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় প্রেসিডেন্ট এই হামলার নিন্দা জানিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

 

সাত দিন ধরে চলা ইসরায়েলি সহিংসতায় এখন পর্যন্ত ফিলিস্তিনের ১৭৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্য ৪৭টি শিশুও রয়েছে।

পবিত্র আল-আকসা মসজিদ, গাজা ও অন্যান্য ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি রকিব আল- মাহমুদ । এই হামলায় হতাহতদের প্রতি তিনি শোক জানান এবং  ফিলিস্তিনের পাশে দেশের সরকার সহ সকল  মানবাধিকার সংস্থা কে এগিয়ে আসতে হবে।

 

তিনি বলেন, ইসরায়েলের হামলা বিশ্বের মুসলমানের অনুভূতিতে চরম আঘাত হেনেছে। মানবিক বিবেকসম্পন্ন যেকোনো ধর্মের মানুষের মনে এই অমানবিক হামলা নাড়া দিয়েছে। এই হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। করোনার এই কঠিন সময়ে, পবিত্র রমজানে, শবে কদরে, জুমাতুল বিদায়, পবিত্র ঈদুল ফিতরের দিনসহ এখনো ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ন্যক্কারজনক ও নৃশংস হামলা চলছে। এই হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। এই হামলা বিশ্বব্যাপী চলমান বর্বরতার আরেকটি ঘৃণ্যতম উদাহরণ হয়ে থাকবে। এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সিলেটে আগামীকাল বাদ জুম্মা সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাংগনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।