বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে গৃহ সংস্কার কাজের অনুদান হস্থান্তর
নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বায়ান্ন টিভি
মানবতার কল্যাণে গঠিত সংগঠন “বড়লেখা ফাউন্ডেশন ইউকে” জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর ভড্ডর গ্রামের এক হতদরিদ্র দিনমজুরের গৃহসংস্কারের জন্য মানবিক সহায়তা দিল।
গত ১৮ মে রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় বড়লেখা উপজেলার ছিকামহল গ্রামে “বড়লেখা ফাউন্ডেশন ইউকে” এর সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলামের বাড়িতে আনুষ্ঠানিকভাবে অনুদানটি প্রদান করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও “বড়লেখা সমিতি সিলেট” এর উপদেষ্টা জনাব এ. আর. শাহীন এর সভাপতিত্বে এবং “বড়লেখা ফাউন্ডেশন ইউকে” এর শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক জনাব আব্দুল আহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর প্রতিষ্ঠাতা কালীন দাতা ও শুভাকাঙ্ক্ষী ব্রিটেন প্রবাসী জনাব শামীম আহমদ, সাবেক ইউপি সদস্য ইয়াসিন আলী,বিশিষ্ট সমাজ সেবক খিজির আহমদ মিছবাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউক’ এর শুভাকাঙ্ক্ষী আহমেদ নোমান,কামাল আহমদ,আশফাক আহমদ তানিম,আবুল হাসনাত মাহিম প্রমুখ।
অনুষ্ঠানে আর্থিক অনুদানটি উপকারভোগীর হাতে তুলে দেন বিশিষ্ট সমাজ সেবক,সুলভ ষ্ট্যাম্প ভেন্ডারের সত্বাধীকারী সাবেক মেম্বার জনাব হাজী মোঃ সমছ উদ্দিন।
সকল বক্তা তাঁদের বক্তব্যে “বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর মানবকল্যাণে গৃহীত কর্মকান্ডের নানা দিক তুলে প্রশংসার পাশাপাশি এসব মানবিক কাজে তাঁদের সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এক প্রতিক্রিয়ায় সুবিদাভোগী রফিক উদ্দিন মংগই বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর দাতা- শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সকল কর্মকর্তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সুস্বাস্থ্য ও মংগল কামনা করেন।


