ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরীর মায়ের মৃত্যুতে জকিগঞ্জ বাসির ভার্চুয়াল দোয়া ও বিভিন্ন মহলের শোক

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মে ১৯, ২০২১ 555 views
শেয়ার করুন

লন্ডন বারা অব ক্রয়ডন কাউন্সিলের নব নির্বাচিত মেয়র, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কাউন্সিলার শেরোয়ান চৌধুরীর মাতা আনোয়ারা খানম চৌধুরী গত ১৩ মে সিলেটে মৃত্যু  বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ১৪ মে জকিগঞ্জের আটগ্রামে ইদুল ফিতরের জামাতের পরে নামাজে জানাযা শেষে চারিগ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ৯৫ বছর বয়সি আনোয়ারা চৌধুরী ছিলেন ৫ ছেলে ও ৭ মেয়ের জননী।

এদিকে মেয়র কাউন্সিলার শেরোয়ান চৌধুরীর মায়ের মৃত্যুতে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন  ও জকিগঞ্জ উপজেলা অ্যাডুকেশন ট্রাস্ট তাৎক্ষণিক ভার্চুয়াল দোয়া আয়োজন করে। তাছাড়া সংগঠন দুটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জকিগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক ফজলে আহমদ চৌধুরী একলিম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন, সাবেক স্পিকার কাউন্সিলার আয়াস মিয়া, কাউন্সিলার সাদ চৌধুরী, কাউন্সিলার তারেক খাঁন, কাউন্সিলার শাহ সোহেল আমিন, রেডব্রিজের কাউন্সিলার সদরুজ্জামান খাঁন, বায়ান্ন টিভির সম্পাদক লুৎফুর রহমান, ব্রিকলেন জামে মসজিদের সেক্রেটারি হেলাল উদ্দিন আলী, আমরা টাওয়ার হ্যামলেট বাসির নেতা সাবেক স্পিকার ও কাউন্সিলার খালেস উদ্দিন আহমদ ও প্রবাসী আলীনর ইউনিয়ন সমিতির সভাপতি মনজুরুস সামাদ চৌধুরী সহ আরো অনেকে।