ফিলিস্তিনের জন্য লন্ডনে লাখো মানুষের প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, মে ১৬, ২০২১ 655 views
শেয়ার করুন

ফ্রি ফ্রি প্যালেস্টাইন ধ্বনিতে প্রকম্পিত লন্ডন

শবে কদরের রাত থেকে মসজিদে আল আকসা এবং গাজায় হামলা শুরু করেছিল ইসরায়েলী বাহিনী। এখনোও থামেনী তাদের এই হামলা, অব্যাহত রয়েছে।

সর্বশেষ গাজায় একটি রিফিউজি ক্যাম্পে ইসরায়েলী বাহিনীর বিমান হামলায় অন্তত ১০জন নিহত হন। এরমধ্যে ৮জনই শিশু। শনিবার রাতে অপর এক হামলায় একটি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েল। এই ভবনে এপি এবং আল জাজিরার অফিস ছিল। ট্যাঙ্কারের গুলি এবং বিমান হামলায় এ পর্যন্ত ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এরমধ্যে প্রায় ৪০ শিশু এবং ২২ জন মহিলা রয়েছেন।

গাজায় ইসরায়েলী বাহিনীর এই তান্ডব বন্ধ এবং দখলদারমূক্ত ফিলিস্তিনের দাবীতে শনিবার লন্ডনে বিশাল বিক্ষোভ হয়েছে। দুপুর ১২টা থেকে লন্ডনের বিভিন্ন প্রান্তের মানুষ জমায়েত হতে থাকেন হাইডপার্কে। বিভিন্ন বয়সের নারী-পুরুষের হাত ধরে এসেছিল পুশ চেয়ারে বসা ছোট্ট শিশুরাও। নিপীড়িত প্যালেস্টানীদের প্রতি সহমর্মীতা জানাতে হুইল চেয়ারে বসেও এসেছেন কেউ কেউ। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ধ্বনিতে মুখরিত ছিল সেন্টাল লন্ডন। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন, ফ্যান্ডস অব আলকসা, প্যালেস্টাইনি ফোরাম ইন ব্রিটেন, স্টপ দ্যা ওয়ার কোয়ালিশন এবং দ্যা মুসলিম এসোসিয়েশন অব ব্রিটেন যৌথভাবে এই বিশাল প্রতিসমাবেশের আয়োজন করে। এতে প্রায় ১শ ৫০ হাজারের বেশি মানুষ সমবেত হয়েছিল।

এসময় বিক্ষোভকারীদের হাতে ফ্রি প্যালেস্টাইন, স্টপ বোম্বিং গাজা, ফ্যাসিজম রিটার্ন, ইত্যাদি শ্লোগান লেখার ভেনার, ফেস্টুনের সাথে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা। হাইড পার্ক থেকে কেনসিংটনের ইসরায়েলী এম্বেসী উদ্দেশ্য করে আসা বিশাল র‌্যালির সামনে ছিল সুসজ্জিত একটি সাইকেল র‌্যালিও।

কেনসিংটন হাইস্ট্রীটে ইসরায়েলী এম্বেসীর সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক লেবার লিডার জেরেমি করবিন, বর্ষিয়ান লেবার এমপি ডায়ান এবোট, আফসানা বেগম এম পি, ফিলিস্তিনের এম্বেসেডরসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলী হামলা বন্ধ এবং ফিলিস্তিনিকে ইসরায়েলীদের দখলমুক্ত করার জোর দাবি জানান। এছাড়াও ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলী হামলা বন্ধে লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে প্রধানমন্ত্রী বরিস জনসনের দৃষ্টি আকর্ষন করা হয়।