আজ থেকে কাতারে সব মানি এক্সচেঞ্জ খোলা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মে ১২, ২০২০ 996 views
শেয়ার করুন

 

কাতারের মানি এক্সচেঞ্জগুলো দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ ১২ মে মঙ্গলবার থেকে সব মানি এক্সচেঞ্জ খোলে দেওয়া হয়েছে। এক্সচেঞ্জ বন্ধ থাকায় কাতার প্রবাসী এতদিন দেশে টাকা পাঠাতে পারছিলেন না।

কাতার সরকার আজ এক্সচেঞ্জগুলো খোলে দেওয়াতে এক্সচেঞ্জে প্রবাসীদের দীর্ঘ লাইন দেখা গেছে। এর আগে এক্সচেঞ্জ বন্ধ থাকায় প্রবাসীরা দেশে টাকা পাঠাতে বিড়ম্বনায় পড়েছিলেন। কেউ কেউ চড়া মূল্যে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন। তবে এক্সচেঞ্জে টাকা পাঠাতে গেলে অবশ্যই মাস্ক, গ্লাবস পরতে হবে।

এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ভীড় পরিহার করতে হবে। যে বা যারা এসব অমান্য করবে বা কাতারের সংক্রামক রোগপ্রতিরোধ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করবে।