টাওয়ার হ্যামলেটস এ লিডারশীপ ও কেবিনেট পদ্ধতি বহালের পক্ষে ভার্চুয়াল সমাবেশ

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১ 380 views
শেয়ার করুন

আসছে ৬ মে লন্ডন সিটির মেয়র নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বড় দুই দল স্ব স্ব প্রার্থীর পক্ষে ডিজিটাল ক্যাম্পেইন অব্যাহত রেখেছে। এদিকে একই দিনে অনুষ্ঠিত হবে টাওয়ার হ্যামলেটস এ রেফারেন্ডাম। রেফারেন্ডামের মাধ্যমে টাওয়ার হ্যামলেটস এ লিডারশীপ ও কেবিনেট পদ্ধতি পুনর্বহালের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গত ৯ মার্চ রাতে লেবার পার্টির বাঙ্গালী সমর্থক গ্রুপের এক ভার্চুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা নির্বাহী মেয়রের ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতার অপব্যবহারের উদাহরণ তুলে ধরে এ থেকে পরিত্রাণের আহ্বান জানান। তাছাড়া ভবিষ্যতে জবাবদিহীতা নিশ্চিত, একক ক্ষমতার অপব্যবহার ও কাউন্সিলারদের ক্ষমতায়ন তথা জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে আগামী ৬ মে নির্বাহী মেয়র পদ্ধতির বিপক্ষে “নো মেয়র” এ ভোট প্রদানের জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলার আয়াস মিয়ার সার্বিক পরিচালনায় ও কাউন্সিলার তারেক খাঁনের সহযোগিতায় এতে বক্তব্য রাখেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর স্পিকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন, বেথনাল গ্রীন ও বো বিএএমই ফোরামের সভাপতি ব্যবসায়ী আজমল হোসেইন, পপলার এন্ড লাইম হাউজ বিএএমই ফোরামের সভাপতি জোনায়েদ আহমদ সুন্দর, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লীডার হেলাল উদ্দিন আব্বাস, সাবেক স্পিকার ও বর্তমান কেবিনেট মেম্বার কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার শেরোয়ান চৌধুরী, সাবেক স্পিকার ও বর্তমান কেবিনেট মেম্বার কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার হেলাল রহমান, কেবিনেট মেম্বার কাউন্সিলার আসমা ইসলাম, কাউন্সিলার হেলাল উদ্দিন, মেয়র জন বিগসের অ্যাডভাইজার কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর এহতেশাম হক, কাউন্সিলর ফারুক আহমদ মাহফুজ, কাউন্সিলার সাদ চৌধুরী, কাউন্সিলর কবি শাহ সোহেল আমিন, কাউন্সিলর কাহার চৌধুরী, কাউন্সিলর লিমা কোরেশী, কাউন্সিলর দীপা দাস, সাবেক স্পিকার ও কাউন্সিলার খালিছ উদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলার ও কেবিনেট মেম্বার আবদুস শুকুর, সাবেক কাউন্সিলর শহীদ আলী,

ল্যান্সবাড়ি ওয়ার্ডের লেবার পার্টির চেয়ার আনসারুল হক, কমিউনিটি নেতা সানু মিয়া, রফিকুল্লাহ, ৫২ টিভি পরিচালক ও টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের আহ্বায়ক আবুল হোসেন, হামিদা ইদ্রিস সুলতান হায়দার, আখলাকুর রহমান লকু, সাবেক কাউন্সিলর মামুন রশীদ, মাইল্যান্ড ওয়ার্ডের চেয়ার লিলু মিয়া, সেন্ট ডান্সস্টন ওয়ার্ডে চেয়ার শানুর আহমদ খাঁন, নারী নেত্রী কামরুন নাহার, সালমা পারভীন, ব্রিকলেইন মসজিদের সেক্রেটারি হেলাল উদ্দিন আলী, জামাল হোসাইন, শাহজাহান, আবু সুফিয়ান, কামাল হোসেন, যুবনেতা শুভ রহমান, সেবুল খান, সাবিহা, রাজু আহমেদ, আমিনুল হক, নাসরিন, লিটন হোসাইন, খলিলুর রহমান, মোহাম্মদ সিরাজ খান, মোহাম্মদ সালেহ, টাওয়ার হ্যামলেটস কেয়ারর এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক জগলুল খাঁন, রেদোয়ান হোসেন, নাজমা হোসাইন, মোহাম্মদ আলী আলী, মোহাম্মদ রফিক, মোহাম্মদ নাসির উদ্দিন, কামাল এমসি রহমান, তৌফিক আলী মিনার, এম লাভলু লুৎফর রহমান, মিনহাজুর রহমান ও মতিউর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

ভার্চুয়াল সভায় উপস্থিত সকলে ঐক্যবদ্ধ ভাবে ক্যাম্পেইন ও কাজ করে আগামী ৬ মে’র নির্বাচনের মাধ্যমে লিডারশীপ ও কেবিনেট পদ্ধতি পুনর্বহালের দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন।