বোশেখ শেষে

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মে ৯, ২০২০ 889 views
শেয়ার করুন

বোশেখ মাস পার হয়ে যায় উভয় বা;লায়
নদি-নালার নতুন জীবন দেখবে যদি আয়।
গেলো একটি বছর কেবল কাব্য লিখি,
গল্প ও নাই,নাটক ও নাই
উপন্যাস তো না-ই ই

ছড়া লিখতে ভালো লাগে সহজ সরল ছন্দে
সস্তা লিখা বিকায় নাতো
বাঙালীদের দেশে,এসো বন্ধু মালা দিব, দিব
নদির জল,
বার মাস বহে নদি,বহে কল কল।

বড় বড় লিখার কথা যাইনি আজো ভুলে,
মাহে রমজান, খোদার রহমত নেব দুহাত তুলে।