লন্ডনে এম এ খানের স্মরণ সভায় দক্ষিণ সুরমার চন্ডিপুর পয়েন্টকে মাহবুব আলী খান চত্বর ঘোষণার দাবী

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০ 481 views
শেয়ার করুন

সিলেটবাসীর অহংকার, বাংলাদেশের গৌরব , দক্ষিণ সুরমার কৃতি সন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এর ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে লন্ডন জাইমা পাঠাগারে প্রবাসী সিলেটবাসীর এক স্মরন সভার আয়োজন করা হয়৷ সভায় আলোচকরা বলেন সিলেটের অভূতপূর্ব উন্নয়নে মরহুম এম এ খানের ভূমিকা অবিস্মরণীয়্৷ তিনি সিলেট বাসীর কাছে আজীবন শ্রদ্ধার পাত্র ৷ তার অবদান কখনো ভুলার নয় ৷

সিলেট সুনামগঞ্জ মহাসড়কের সুরমা নদীর উপর লামাকাজী ব্রিজ নির্মাণ, সিলেট শহরের পূব’পাশে শাহজালাল ব্রিজ নির্মাণ ,শহরতলীর দক্ষিণ সুরমায় শ্লীপাট ফ্যাক্টরি নির্মাণে তার ভূমিকা অপরিসীম ৷ তিনি সিলেটবাসীর উন্নয়নের বরপুত্র ৷ জাতীয় রাজনীতিতে তিনি অনন্য অবদান রেখে গেছেন ৷ তিনি নৌবাহিনী প্রধান থাকা অবস্থায় সুন্দরবন অন্চলে জলদস্যুদের কঠোর হাতে দমন করে জনজীবনে শান্তি এবং বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি বাংলাদেশের দখলে রাখতে তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ যোগাযোগ এবং কৃষি মন্ত্রী হিসেবে অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন ৷
তার স্মৃতির প্রতি সম্মান রেখে সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার চন্ডিপুর পয়েন্টকে দক্ষিণ সুরমার কৃতি সন্তান এম এ খানের নামে ণার করনের দাবি জানিয়েেছেন লন্ডন প্রবাসীরা।
যেহেতু ঢাকা-সিলেট বিশ্বরোডের হতে তাহার বাড়ির রাস্তা চন্ডিপুর থেকে শুরু হয়েছে সেহেতু কৃতজ্ঞ জাতি হিসেবে তার নামে এই চত্বর নামকরণ যুক্তিযুক্ত ৷
অনতিবিলম্বে এই দাবি বাস্তবায়ন করে আমাদের কীর্তিমান পুরুষের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়৷ লন্ডন জাইমা পাঠাগারে ” “আমরা প্রবাসী সিলেটবাসী” এর ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আমিনুর রহমান আকরাম ৷ উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক -জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি পারভেজ মল্লিক, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি -যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রথম যুগ্ম সম্পাদক -শহীদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা তোফায়েল বাছিত তপু, যুক্তরাজ্য কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া যুগ্ম আহব্বায়ক জিএস রওশন,মাওলানা শামীম আহমেদ, সাংবাদিক গিয়াসউদ্দিন, কৃষক দল নেতা কামরুজ্জামান কামালী, সাবেক ছাত্রনেতা আহমেদ মুন্না, জালাল উদ্দিন ,হারুন মিয়া ,মুস্তাফিজুর রহমান বিপু ,দুলাল আহমেদ, মো: রফিক উদ্দিন, আজিজ চৌধুরী, হোসাইন আহমদ ও মখলিছুর রহমান সহ অনেক৷ মরহুম মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা শামীম আহমেদ ৷