শিক্ষানবিশ আইনজীবিদের “প্রতীকি অনশন মহাসমাবেশ” থেকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মেহেদী হাসান মেহেদী হাসান

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০ 696 views
শেয়ার করুন

 

বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে ২০১৭ এবং ২০২০ সালের প্রিলিমিনারী উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের “প্রতীকী অনশন মহাসমাবেশ” গত রবিবার রাজধানীর বার কাউন্সিলের অস্থায়ী কার্য্যালয় বোরাক টাওয়ারের সম্মুখে অনুষ্ঠিত হয়। মহাসমাবেশ থেকে বক্তারা বাংলাদেশ কাউন্সিল নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন,আপনারাই আমাদের অভিভাবক, বিগত ১৩ দিন যাবত আপনারা শিক্ষানবিশ আইনজীবিদের দাবীর প্রতি কোন সহমর্মিতা কিংবা সহযোগিতা প্রকাশ করেননি, আগামী ৭২ ঘন্টার (বুধবার) এর মধ্যে বিষয়টির আশু সমাধান করতে ব্যর্থ হলে আরো কঠোর কর্মসূচীর ঘোষণা দেবেন বলে দৃপ্ত শপথ ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সৈয়দ জিগর আলম,গীতা পাঠ করেন উত্তম তারণ, ত্রিপিটক পাঠ করেন রুপেশ বড়ুয়া, শিক্ষানবিশ আইনজীবিরা সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।

পরে মহামারী করোনা ভাইরাসের ফলে শহীদদের স্মৃতির প্রতি ১মিনিট নিরবতা পালন করেন এবং মো: নুরুল আমীনের পরিচালনায় মহান আল্লাহপাকের দরবারে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

মহাসমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য,সুনামগন্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আন্দোলন কমিটির আহবায়ক ফজলে রাব্বি স্মরণ এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক, সিলেট মহানগর তাঁতীলীগের সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, শেখ মো:আবুল হাসনাত বুলবুল এর পরিচালনায় বক্তব্য রাখেন আন্দোলন এর যুগ্ম আহবায়ক একে মাহমুদ, যুগ্ম আহবায়ক বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সুমনা আক্তার লিলি, যুগ্ম আহবায়ক আইনুল ইসলাম বিশাল।

আরো বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ আইন সম্পাদক মো:মুরসালিন তালুকদার, নূপূর আক্তার, রুপেশ বড়ুয়া, শাহ আলম, ওবায়দুল রেজা, মাহবুবুর রহমান, নাসির, সবুজ, নাহিদুর রহমান নাহিদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার বখত সাজু,কুমিল্লা উত্তম তারণ, ফেনী অমিত মজুমদার, গোপালগঞ্জ মো:মিলন শরীফ, খুলনা মো: নজরুল ইসলাম, নীলফামারী মর্তুজা নান্নু, গাজীপুর রাশেদুল ইসলাম রাসেদ, চট্রগ্রাম খোরশেদ আলম,দিনাজপুর মইনুল ইসলাম, রাজশাহী মিরাজ,মানিকগন্জ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহিন, উদ্ভব, লক্ষীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রব সুমন, বরিশাল মো:বাবুল হোসেন, মুনসীগন্জ মো:রুবেল, নোয়াখালী এস.এম.নিজাম, সিরাজগন্জ সাইদুর ইসলাম, জামালপুর সাইদুল ইসলাম, পজ্ঞগড় আবু সাদাত, কিশোরগঞ্জ আশিকুল ইসলাম রাসেল, সিলেট মনিরুল হক, মাদারীপুর আবু সুফিয়ান, কুষ্টিয়া মেহেদী হাসান পলাশ, নরসিংদী শামীম হাসান, মৌলভীবাজার তানিম আফজাল, পাবনা আতাউর রহমান আতা, নারায়নগন্জ গাজী মো:শাহপরান, জুয়েল, চট্রগাম মীর হোসেন, ব্রাক্ষণবাড়ীয়া মো:কাউছার মিয়া, মো:শফিকুল ইসলাম, পটুয়াখালী শহিদুল ইসলাম, শেরপুর মো:সোহেল রানা প্রমুখ।