ক্রিকেটার সাকিবের বাবাও করোনা আক্রান্ত

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ 1,076 views
শেয়ার করুন

ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা কৃষি ব্যাংক মাগুরা আঞ্চলিক কার্যলয়ের কর্মকর্তা মাশরুর রেজা কুটিল করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। মাসরুর রেজাসহ মাগুরায় রোববার নতুন করে ৮ জন শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিপোর্ট পাওয়ার পর দুপুরে শহরের কেশবমোড় এলাকায় তার বাড়িটি লকডাউন করা হয়েছে। বর্তমানে তিনি ওই বাড়িতে আইসোলেশনে আছেন।

করোনা পজিটিভ হলেও সাকিবের বাবার শারীরিক অবস্থা ভাল আছে বলে জানান আব্দুস সালাম।

তিনি আরও জানান, এ পর্যন্ত মোট মাগুরা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩০৭ জন। সুস্থ হয়েছেন ১৬০ জন, হোম আইসোলেশনে আছেন ১২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন।