
সৌদি আরবের রিয়াদ থেকে ২০০ কিমি দুরে অয়াদ্দি আল দোসারি নামক স্থানে গত শনিবার ৪ জুলাই গাড়ির চাকা নষ্ট হয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৩জন ঘটনা স্থলে নিহত হয়েছেন।নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। আব্দুল্লাহ আল নোমান। নরেন্দ্রপুর ইউনিয়ন,কালিসুন্দর গ্রাম, ফেণী জেলা। নিহতের চাচা শহিদুল ইসলাম সবুজ এ তথ্য জানিয়েছেন।