শান্তিগঞ্জে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের পুরষ্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
শান্তিগঞ্জ উপজেলায় দরগাপাশা ইউনিয়নে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষা ও প্রতিযোগিতার ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণ এবং বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের নিয়ম অনুযায়ী পরিচালিত শাখার এ অনুষ্ঠান সম্পন্ন করেছেন মাও. বুরহান উদ্দিন চৌধুরী।
রবিবার (০৬ এপ্রিল) দুপুর ১১টায় ইউনিয়নের দরগাপাশা গ্রামের কোনারবাড়িতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষল্লা আল্লামা হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্তাপাড়া মিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এমএলজি জামান চৌধুরী’র সভাপতিত্বে ও মাও. মুশাহীদুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির দরগাপাশা কোনারবাড়ি শাখার নাজিম ও পরিচালক মাও. বুরহান উদ্দিন চৌধুরী। ফুলতলী ট্রাস্টের জেনারেল সেক্রেটারির দৃষ্টি আকর্ষণ করে মাও. বুরহান উদ্দিন চৌধুরী বলেন, মহাগ্রন্থ আল কোরআনের সেবা করতেই এ শাখা খুলেছি। ফুলতলী ট্রাস্টের নিয়ম অনুযায়ী শাখা পরিচালনা করে যাচ্ছি। কিন্তু কিছু কুচক্রী মহল শাখার অনুমোদন আনতে বাঁধা দিচ্ছেন। আমি এর তীব্র নিন্দা জানাই। আমার প্রতিষ্ঠিত শাখার সার্বিক দিক বিবেচনা করে শাখাটির অনুমোদন দেওয়ার জন্য সেক্রেটারি জেনারেলের প্রতি জোর অনুরোধ করছি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, মাও. কবি তাজ উদ্দিন আহমদ তাজুদ, সাধারন সম্পাদক লতিফিয়া ক্বারী সোসাইটি শান্তিগঞ্জ, আগামী বছর এই শাখার পুরোপুরি অনুমোদন আনতে ফুলতলী ট্রাস্টের সেক্রেটারি জেনারেলের কাছে একটা কমিটি গঠন করে আপনারা যাবেন। অত্র শাখা অনুমোদনের জন্য ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সমাজ সেবক, শফিকুল ইসলাম, ছাদিক মিয়া, গনমাধ্যমকর্মী নূরুল হক, আলাল হোসেন, ক্বারী আমীর উদ্দিন, মাও. জাহিদুল ইসলাম, লিটন মিয়া ও ক্বারী খলিলুর রহমানসহ শিক্ষার্থীবৃন্দ।


