ডেবিল হান্ট অপারেশনে শান্তিগঞ্জ আ.লীগের উপদেষ্টা গ্রেফতার

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫ 815 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছোয়াব আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পাথারিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছোয়াব আলী  আইনজীবী শফিকুল ইসলামের বাবা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে  বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ধারায় দায়ের করা মামলা ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ছোয়াব আলীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী আকরাম আলী বলেন, ছোয়াব আলীকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।