শান্তিগঞ্জে সারাদিন বিদ্যুত বন্ধ থাকবে আজ

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ 126 views
শেয়ার করুন

সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনের আওতাধীন শান্তিগঞ্জ উপজেলায় সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুত কার্যালয়। 

সূত্র জানায়, আজ শনিবার সকাল ৮ থেকে বিকাল ৫টা পর্যন্ত পল্লী বিদ্যুতের আওতাধীন ৩৩ কেভি লাইনে ‘গ্রিড মেন্টেনেন্স’র কাজ করা হবে। তাই উপজেলার প্রতিটি ইউনিয়নের সব জায়গায় বিদ্যুত সরবারহ বন্ধ থাকবে।
বিদ্যুত বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করছেন শান্তিগঞ্জ পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান (সুপারভাইজার) মো. মোমিন। শান্তিগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম ইয়াছিন মাহমুদ ইমরান প্রশিক্ষণে থাকার কারণে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, শান্তিগঞ্জ উপজেলা ছাড়াও জেলার ছাতক ও দিরাই উপজেলায়ও পল্লী বিদ্যুতের সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে সূত্রটি। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ।