আল সাদা রিয়েল এস্টেটের উদ্যোগে আমিরাতের জাতীয় দিবস পালন
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান আল সাদা রিয়েল এষ্টেট এর পক্ষ থেকে আমিরাতের ৫৩’তম জাতীয় দিবস উপলক্ষে অদ্য ৩০ নভেম্বর বেলা ১১ঘটিকার সময় আজমানস্থ “আল সাদা রিয়েল এষ্টেট” এর চেয়ারম্যান ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে অফিস হলরুমে আনুষ্ঠানিকভাবে ঈদ আল ইতিহাদ উদযাপন হয়েছে।
এসময় বক্তারা বলেন, বিশ্বের নানা দেশের মানুষেরা শান্তির জন্য আমিরাতেবাস করেন। পৃথিবীর কাছে আমিরাত শান্তির এক অনন্য দেশ।
আমিরাতের জাতীয় পতাকা উত্তলন এর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে একাউন্ট ম্যানেজার আবু হেনা’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের বংশদ্ভূত আরিফ খালিফা বাখিত বীন হেনদি আল আলেলি, সাদ ফারহান, আবু নসর, আরো’আ আবু আব্দুল হাদী, বক্তব্য রাখেন হানী, ঈসা মুহাম্মদ শফিক, আজাদ, মির্জা আবু সুফিয়ান, ফরিদ, এমাদাদুল হক, তরিকুল ইসলাম ইমন, মঞ্জুর হোসেন, সাইফুল ইসলাম, আদনান, মুহাম্মদ, তানভীর, বাবুল সহ আরো অনেকে।
এ সময় অতিথিরা আল সাদা রিয়েল এস্টেটের সুন্দর আগামি প্রত্যাশা করে সকলের সহায়তা কামনা করেন