দুবাইয়ে বাইত আল ফালাহ ট্রাভেলসের যাত্রা শুরু

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪ 111 views
শেয়ার করুন

আমিরাতে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশিদের সুনাম রয়েছে। এসব প্রতিষ্ঠান্স বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নিজ দেশকে অন্য দেশের কাছে ইতিবাচক উপস্থাপন সম্ভব হচ্ছে। দুবাইয়ের ফিরোজ মুরায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বাইত আল ফালাহ ট্রাভেল এন্ড ট্যুরিজম এল এল সির উদবোধন উত্তর অনুষ্ঠানে এ কথা বলেছেন এন আর বি ব্যাংকের পরিচালক, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ি সি আই পি আলহাজ আব্দুল করিম। প্রধান অতিথির বক্তব্যের তিনি আরো বলেন, সততা আর নিষ্ঠার সাথে ব্যবসা করলে উন্নতি অবশ্যই আসবে।

রোববার ফিতা কেটে এর উদবোধন করেন প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি মৌলভীবাজার বড়লেখা তালিম্পুরের সন্তান শামিম আহমদ শামীম রাজা । এসময় তিনি, বাংলাদেশিদের জন্য উমরা সহ দেশে যাবার টিকেটে বিশেষ ছাড়ের কথা জানান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বিবিএফ সভাপতি কামাল হোসেন সুমন, গ্রামীন উন্নয়ন পরিষদের শেখ লুৎফুর রহমান, বড়লেখা প্রবাসি নেতা আব্দুর রহিম, হাজী শিরাজুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, আকাশ আহমেদ, হোসাইন আহমেদ, শিহাব হোসেন এবং শারজাহ অফিস ইঞ্চার্জ শরিফ উদ্দিন, রুবেল আহমদ, কবির আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন ইমরান আহমদ।