শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় শান্তিগঞ্জে আনন্দ মিছিল

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৪ 218 views
শেয়ার করুন
কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় শান্তিগঞ্জ উপজেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন বিক্ষুব্ধ জনতা। বিকাল ৫টায় মাও. জাকারিয়া মাহবুব ও আবদুর রহমান জামীর যৌথ নেতৃত্বে উপজেলার ভমবমি বাজার এলাকায় আনন্দ  মিছিল ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভা করেন তারা।
মাও. জাকারিয়া মাহবুব ও আবদুর রহমান জামী ছাড়াও পথসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- মাও. আবদুল হামীদ, আবদুল হান্নান, ফিরোজ ইসলাম, হেলাল মিয়া, জাহাঙ্গীর আলম, বাদশাহ্ আকবর, মাও. ইউসুফ সিদ্দিকী, মাও. আজাদ হোসাইন, মাও. মতিউর রহমান, মাও. মিছবাহ্ উদ্দিন, মাও. মুকাররাম, মাও. সোয়াইব হোসাইন, মাও. আবদুল মঈন, মাও. সাজ্জাদ হোসাইন, মাও. মাহবুব, মাও. শরীফ উদ্দিন ও হাফিজ মুজাম্মিল প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন শাসন ক্ষমতায় থাকায় শেখ হাসিনার সরকার বাংলাদেশে একটি স্বৈরতন্ত্র চালু করে রেখেছিলো। মানুষের বাক্ স্বাধীনতা হরণ করেছিলো। কিন্তু ছাত্র-জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনা আজ পালাতে বাধ্য হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে যাঁরা শহিদ হয়েছেন আমরা তাঁদের মাগফিরাত কামনা করি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করছি।’ আগামী দিনগুলোতে এলাকায় সৌহার্দপূর্ণ সম্প্রীতি ও শান্তিবজায় রেখে চলার আহ্বান করেন বক্তারা।
এসময় সাধারণ মানুষসহ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিএনপির আরো অনেক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। আয়োজনের সব শেষে দোয়া পরিচালনা করেন মাও. ইলিয়াছ আলী।

ছয়হাড়া মৌগাঁও মিষ্টি বিতরণ করছেন সাধারণ জনতা

এদিকে, দরগাপাশা ইউনিয়নের দরগাপাশা পয়েন্টেও আনন্দ মিছিল করেছেন সাধারণ জনতা ও বিএনপির অঙ্গসংগঠন। বিকাল ৪টায় এ মিছিল করেন তারা। মিছিলে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুরাদ আহমদ চৌধুরী, যুবদল নেতা ফরিদ গাজী, মোহাম্মদ আলী চৌধুরী, জগলু আহমেদ, শ্যামল চৌধুরী, ইউনূছ খান, মিঠু আহমেদ, সারোয়ার হোসেন, আহাদ চৌধুরী, জাবেদ চৌধুরী ও শফিক আহমদ প্রমুখ। এছাড়াও বিকাল সাড়ে ৫টায় ছয়হাড়া মৌগাঁও পয়েন্টে মিষ্টি বিতরণ করেছেন সাধারণ মানুষ।