আতিক গোল্ড কাপ ফুটবল লীগ সম্পন্ন

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩ 368 views
শেয়ার করুন

শান্তিগঞ্জের পশ্চিম পাগলায় আতিক গোল্ড কাপ ফুটবল লীগের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে ফাইনাল খেলার মধ্য দিয়ে এ লীগের শেষ হয়। খেলায় টপ টেন এফসিকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে দূর্বার ক্রীড়া চক্র, পাগলা। খেলায় দূর্বার ক্রীড়া চক্রের হয়ে একমাত্র গোলটি করেছে অলিউর রহমান। ফ্রান্স প্রবাসী আতিকুর রহমান আতিকের আয়োজিত এ খেলায় ৮টি দল অংশগ্রহণ করে।

খেলা শেষে লীগে অংশগ্রহণকারী প্রত্যেক দল, দূর্বার ক্রীড়া চক্রের প্রাক্তন কৃতি খেলোয়ার, ক্রীড়ামোদী ব্যক্তি, টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজি আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার ও আওয়ামীলীগ নেতা তেরাব আলী।
এসময় দূর্বারের প্রাক্তন কৃতি খেলোয়ার মো. আশাই মিয়া, খেল্লুছ মিয়া, কয়ছর আহমদ, আতাউর রহমান, আবদুল আলীম ও শফিকুল ইসলাম ময়নাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কান্দিগাঁও গ্রাম, পশ্চিম পাগলা ইউনিয়নসহ অত্রাঞ্চলের মুরব্বিবৃন্দ উপস্থিত ছিলেন।
লীগের ফাইনাল খেলা পরিচালনা করেন রুজেল আহমদ, রাহাত ইসলাম ও ফিরোজ আলী। খেলায় ধারাবিবরণী করেন জিয়াউল হক জিয়া ও ইয়াকুব শাহরিয়ার।