শান্তিগঞ্জের পশ্চিম পাগলায় আতিক গোল্ড কাপ ফুটবল লীগের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে ফাইনাল খেলার মধ্য দিয়ে এ লীগের শেষ হয়। খেলায় টপ টেন এফসিকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে দূর্বার ক্রীড়া চক্র, পাগলা। খেলায় দূর্বার ক্রীড়া চক্রের হয়ে একমাত্র গোলটি করেছে অলিউর রহমান। ফ্রান্স প্রবাসী আতিকুর রহমান আতিকের আয়োজিত এ খেলায় ৮টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে লীগে অংশগ্রহণকারী প্রত্যেক দল, দূর্বার ক্রীড়া চক্রের প্রাক্তন কৃতি খেলোয়ার, ক্রীড়ামোদী ব্যক্তি, টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজি আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার ও আওয়ামীলীগ নেতা তেরাব আলী।
এসময় দূর্বারের প্রাক্তন কৃতি খেলোয়ার মো. আশাই মিয়া, খেল্লুছ মিয়া, কয়ছর আহমদ, আতাউর রহমান, আবদুল আলীম ও শফিকুল ইসলাম ময়নাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কান্দিগাঁও গ্রাম, পশ্চিম পাগলা ইউনিয়নসহ অত্রাঞ্চলের মুরব্বিবৃন্দ উপস্থিত ছিলেন।
লীগের ফাইনাল খেলা পরিচালনা করেন রুজেল আহমদ, রাহাত ইসলাম ও ফিরোজ আলী। খেলায় ধারাবিবরণী করেন জিয়াউল হক জিয়া ও ইয়াকুব শাহরিয়ার।


