লন্ডনে সাংবাদিক ইব্রাহিম চৌধুরী গোলাপগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২ 202 views
শেয়ার করুন

প্রায় দুই সাপ্তাহের সফরে নিউইয়র্ক থেকে লন্ডনে এসেছিলেন উত্তর আমেরিকা থেকে প্রকাশিত দৈনিক প্রথম আলোর সম্পাদক সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাংবাদিক খোকন আজ চলে যাবেন নিউইয়র্ক এর উদ্দেশ্যে। লন্ডনে অবস্থান কালে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে মিলিত হন। গতকাল ৯ নভেম্বর সন্ধায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে কমিউনিটির নেতৃবৃন্দ মিলিত হন এক আড্ডায়। কথা হয় একাল সেকালের। সাংবাদিক খোকন বলেন আমি আগেও লন্ডনে এসেছি কিন্ত এবার সত্যিই আমার প্রিয়জনের ভালোবাসায় মুগ্ধ। আপনাদের ভালোবাসার ঋণ আমার কর্মের মাধ্যমেই শোধ করার চেষ্টা করবো। এসময় উনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভাপতি মোহাম্মদ শামছুল হক, সিনিয়র সহ সভাপতি মোঃ শওকত আলী, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ লোকমান উদ্দিন, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমেদ সাদ, সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র উপদেষ্টা আব্দুল বারী নাছির, আসাদ উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ারদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ মাছুম, সিওজি ক্যারম এসোসিয়েশন ইউকে’র সভাপতি সেলিম উদ্দিন চাকলাদার, সহ সভাপতি রহিম উদ্দিন, কমিউনিটি এক্টিবিস্ট সৈয়দ ফয়জুল ইসলাম, সুয়েজ মিয়া, জয়নাল খান, আব্দুল মুকিত, দুলাল আহমেদ, সৈয়দ শাব্বির আহমেদ, মিজানুর রহমান, আব্দুল বাছিত, সোহেল আহমেদ স্বপন প্রমুখ ।