অগ্রদূত ছাত্র পরিষদ সিলেটের সাধারণ সম্পাদককে নিয়ে লন্ডনে মতবিনিময় সভা
নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বায়ান্ন টিভি

সিলেটের অরাজনৈতিক ছাত্র সংগঠন অগ্রদূত ছাত্র পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক, তরুণ সমাজকর্মী মোহাম্মদ আবুল কালাম আজাদের যুক্তরাজ্য আগমনউপলক্ষে লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ নভেম্বর-২২) সন্ধ্যায় পূর্ব লন্ডনের এক হোটেল এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন “অগ্রদূত ছাত্র পরিষদের উপদেষ্টা ও গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট, ইউকে’র সেক্রেটারি মো: দিলওয়ার হোসেন, সাংবাদিক ও সংগঠক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট, ইউকে’র ট্রেজারার মাসুদ জোয়ারদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট, ইউকে’র সভাপতি আলহাজ্ব শামসুল হক, অন্যতম উপদেষ্টা মাওলানা শওকত আলী, দ্বিতীয় সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব ২০২২ এর সদস্য সচিব তমিজুর রহমান রঞ্জু, যুগ্ম সদস্য সচিব ও বিশিষ্ট সমাজ সেবক মিসবাহ মাছুম, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে প্রতিস্টাতা সদস্য কামাল আহমদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে সদস্য আব্দুস শুকুর, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে সদস্য কাওসার আহমেদ জগলু, বিশিষ্ট সমাজ সেবক সাজারুল ইসলাম সাজন প্রমুখ।
উল্লেখ সিলেটের একঝাঁক আত্মপ্রত্যয়ী মেধাবী ছাত্রদের প্রচেষ্টায় ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট।
এই সংগঠনটি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে শিক্ষা ও সামাজিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম চালিয়ে যাচ্ছে দীর্ঘ ১২ বছর যাবত।
অনুস্টানে সিলেটের গরীব ও অসহায় মেধাবী ছাত্রদের এবং বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়।