সিইজি ইউকে ক্যারাম এসোসিয়েশন’র সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

আবুল হোসেন আবুল হোসেন

বায়ান্ন টিভি, লন্ডন

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২২ 567 views
শেয়ার করুন

সিইজি ক্যারাম এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদকের লন্ডন আগমন উপলক্ষে এক সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।লন্ডনে সিইজি ইউকে ক্যারাম এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ মে রবিবার সন্ধ্যায় লন্ডনের কমার্শিয়াল রোর্ডের আলাউদ্দিন সুইটসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সেলিম উদ্দিন চাকলাদারের পরিচালনা ও আসক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিইজী’র সাধারণ সম্পাদক নুনু মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেট কাউন্সিলের হোয়াইট চ্যাপল ওয়ার্ডের কাউন্সিলর শাফি আহমেদ,সাবেক কাউন্সিলর শাহ সোহেল আমিন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্নেল আবেদিন,তমিজুর রহমান রনজু,রহিম উদ্দিন,আমিনুর রহমান শামিম, রেদোয়ান খান,উস্তার উদ্দিন,জসিম হায়দার।অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন গোলাম কাদের চৌধুরী।অন্যান্যের মধে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম,শামিম আহমদ,ফারুক ফুহাদ চৌধুরী,রাশু আহমেদ,সাইদুর রহমান,লবাদল আহমদ,আখতার হোসেন,জুবায়ের আহমদ প্রমুখ।