সিভিক এওয়ার্ড পেলেন  কমিউনিটি নেতা আবুল হোসেন

শাহ সোহেল আমিন শাহ সোহেল আমিন

বিশেষ প্রতিনিধি, যুক্তরাজ্য

প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২২ 514 views
শেয়ার করুন

আপাসেন কেয়ারে আনন্দ উৎসব

কমিউনিটির সেবা যারা করেন তাঁরা হন বরনীয় ও স্মরনীয়। তাঁরা মানুষকে পথ দেখান, হয়ে থাকেন অনূকরনীয়। সেই সব মাবতার সেবকদের স্ব স্ব কাজের স্বীকৃতি ইংল্যান্ডের স্থানীয় সরকারগুলি দিয়ে থাকে প্রতি বছর। টাওয়ার হ্যামলেট কাউন্সিল এবছর বারার ১৮ জন গুণি ব্যাক্তিকে তাদের স্ব স্ব কাজের স্বীকৃতি স্বরূপ “সিভিক এওয়ার্ড” প্রদান করেছে।

উল্লেখ্য গত দুই বছর কোভিড ১৯ এর কারনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সিভিক এওয়ার্ড দেয়নি। এ বছর যারা সিভিক এওয়ার্ড পেলেন তাদের মধ্যে অন্যতম হলেন ৫২ টিভির পরিচালক আবুল হোসেন। গত ২৪ ফেব্রুয়ারি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে স্পিকার আহবাব হোসেন, মেয়র জন বিগস ও জিএলএ মেম্বার উমেষ দেশাই এর উপস্থিতিতে জাক ঝমক পূর্ণ অনুষ্টানের এই এওয়ার্ড তুলে দেয়া হয়।

কমিউনিটি নেতা আবুল হোসেনের দীর্ঘ দিন থেকে করে আসা সমাজ সেবার স্বীকৃতি এবং বিশেষত গত দুবছর কোভিড -১৯ এর দুঃসময়ে ব্যাক্তিগত ও সাংগঠনিক ভাবে আক্রান্ত মানুষ জন ও ঝুকিতে থাকা মানুষের দ্বারে দ্বারে সেবা পৌছে দিতে নিরলস কাজ করায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তাঁকে এ বছর সিভিক এওয়ার্ডে ভূষিত করে।

বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট এই কমিউনিটি নেতা বর্তমানে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স এসোসিয়েশনের সভাপতি, হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি, জকিগন্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

লন্ডনের ক্রয়ডন কাউন্সিলের বর্তমান মেয়রের কনসর্ট আবুল হোসেনের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামে। তার পিতার নাম মকবুল হোসেন। তিনি লন্ডন আসেন ২০০০ সালে। লন্ডনে পাড়ি দিয়েই তিনি কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। বড় মেয়ে কোরআনে হাফেজা ও জিসিএসসি পরীক্ষার্থী।

এদিকে তাঁর সিভিক এওয়ার্ড প্রাপ্তিতে কর্মস্থল আপাসেন ইন্টারন্যাশনাল এর লন্ডনস্থ প্রধান কার্যালয়ে গত ২৮ ফেব্রুয়ারী সোমবার এক আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আপাসেন ইন্টারন্যাশনাল এর সিইও মাহমুদ হাসান এমবিই, লন্ডন বারা অব ক্রয়ডনের মেয়র শেরোয়ান চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলার আয়াস মিয়া, আপাসেন ইন্টারন্যাশনাল এর এসোসিয়েট ডাইরেক্টর শো্যেব আহমদ, কেয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার কবির আহমদ, ফাইন্যান্স ম্যানােজার সৈয়দ জাফর, হোম এন্ড কমিউনিটি সার্ভিসের সার্ভিস ম্যানেজার মতিউর রহমান, রুহুল আমিন ও কমিউনিটি নেতা নাজমুল হক অফিসের অন্য সকল কর্মকর্তা।