কাউন্সিলার শাহ সোহেলের পায়ে অস্ত্রপাচার সকলের দোয়া কামনা

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৭:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২ 603 views
শেয়ার করুন

ফুটবল খেলায় আহত ৫২ টিভির বিশেষ প্রতিনিধি, কবি ও গীতিকার, টাওয়ার হামলেটস কাউন্সিলের সফল কাউন্সিলার এবং আগামী মে মাসে অনুষ্টিতব্য লেবার পার্টি মনোনীত প্রার্থী কাউন্সিলার শাহ সোহেলের ডান পায়ে অস্ত্রপাচার করা হয়। গত ১৯ জানুয়ারী রয়েল লন্ডন হাসপিটালে সকাল ১০ টায় অপারেশনের মাধ্যমে তার ডান পায়ের দুটি লিগামেন্ট মেরামত করা হয়। তিনি সকলের কাছে তাঁর রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। তাছাড়া সম্প্রতি অসুস্থ অবস্থায় তাকে আবারো লেবার পার্টির কাউন্সিলার প্রার্থী নির্বাচিত করায় দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞা জানান।
উল্লেখ্য গত ১১ নভেম্বর ২০২১ লন্ডন বারা অব টাওয়ার হামলেটস এর স্পীকার কাউন্সিলার আহবাব হোসেনের উদ্যোগে আয়োজিত ৫০ এক্টিভ ক্লাব বনাম স্পীকার সিলেক্ট ১১ এর মধ্যকার প্রীতি ফুটবল খেলায় হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের কাউন্সিলার শাহ সোহেল আহত হন। রয়েল লন্ডন হসপিটালে ২য় দফা পরীক্ষা নীরিক্ষা শেষে তার ডান পায়র দুটি লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ধরা পড়ে।