যুক্তরাজ্যে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক  অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১ 830 views
শেয়ার করুন

মানবিক কাজে আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহ দিয়ে তৈরী করুন –আপসানা এমপি

শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রকৃত দেশ প্রেমিক তারাই যারা প্রবাসে থেকেও মাতৃভূমির ভালোবাসায় সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে সহায়তার হাত প্রসারিত করে নিজের শ্রমের অর্থ ও মেধা দিয়ে সাহায্য করেন। নিজেদের জীবনকে যারা মানুষের কল্যাণে নিবেদিত রাখেন পৃথিবীতে কিছু পাওয়ার আশা না করেই। বক্তারা শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, এ ট্রাস্টের কার্যক্রম মানবতার কল্যাণের জন্য, দেশের অসহায় চিকিৎসা বঞ্চিত মানুষের সুচিকিৎসার জন্য, প্রকৃত মেধাবী আগামী প্রজন্মের জন্য এবং শিক্ষায় পিছিয়ে পড়া আমাদের জন্ম মাঠির মানুষের জন্য।বক্তারা বলেন, দল মতের ঊর্ধ্বে উঠে আমরা মানুষের জন্য কিছু করে যেতে চাই। আমরা ভালো কাজ করলে আমাদের ভবিষ্যত প্রজন্ম উৎসাহিত হবে, শেঁকড়ের সাথে তাদের বন্ধন শক্ত হবে।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি আব্দুল অদুদ দিপক’র সভাপতিত্বে এবং সৈয়দ ওয়াসিক আহমেদর পরিচালনায় গত ২৮ নভেম্বর রোববার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী হল রোমে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ পার্লামেন্টের (পপলার এন্ড লাইমহাউস) সদস্য আপসানা বেগম। ট্রাস্টের নির্বাহী সদস্য আব্দুল মঈন চৌধুরী এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হেমলেট্স কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন, রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলার ফয়জুল ইসলাম,
বাংলাদেশ কেটারার্স এসোসিয়েশন (বিসিএ) প্রেসিডেন্ট এম এ মুনিম, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিল্লু,
বাংলাদেশ সেন্টারের সেক্রেটারী দেলোয়ার হোসাইন, শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম উপদেস্টা আবুল কালাম আজাদ ছোটন, শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ছাদেক আহমেদ, লন্ডন এডুকেশন ট্রাস্ট এর প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ট্রাস্টের সহ সভাপতি মোঃ আব্দুল হাই, মোজাহিদ আলী, শামীম আহমেদ, হামিদুর রহমান প্রমুখ। অনুস্টানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টারের ট্রেজারার ও সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট, ইউকে’র সেক্রেটারি মো: দিলওয়ার হোসেন,
জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সদস্য মারুফ আহমেদ, ইকবাল আহমেদ,

প্রধান অতিথির বক্তব্যে আপসানা বেগম বেগম এমপি বলেন, আমাদের পূর্ব পুরুষেরা এদেশের সাথে জন্ম মাঠির যে শেকড় পুঁতে রেখেছেন সেটা এতো গভীর যে প্রবাসে থাকলেও দেশের অসহায় মানুষের ভালোবাসায় তারা সব সময় তাদের ভালো-মন্দ খেয়াল রাখতেন। দেশকে ভালোবাসতেন বলেই তারা মানুষের জন্য কিছু করাকে কর্তব্য বলে বিশ্বাস করতেন।আপসানা বেগম এমপি শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রশংসা করে বলেন, প্রবাসে থেকেও দেশের নিজ এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য মানবিক কার্যক্রমে যে ভূমিকা পালন করছেন সেটা সত্যিকার অর্থেই মহতী উদ্দ্যোগ।তিনি মানবিক কার্যক্রমে আগামী প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।

গত ১০ অক্টোবর ২০২১ ট্রাস্টের নির্বাচনে তিনশতাধিক ভোটারের এ সংগঠনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে দিপক-ওয়াছেক-সেলিম প্যানেল পরিষদ বিজয় লাভ করে। ২০২১-২০২৩ সালের জন্য ঘোষিত শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যকরী কমিটির নির্বাচনে বিজয়ী ও অভিষিক্ত হলেন আব্দুল অদুদ দিপক সভাপতি, সৈয়দ ওয়াছেক আহমেদ সাধারণ সম্পাদক, সেলিম আহমদ কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন। ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ সভাপতি মোঃ আব্দুল হাই, সহ সভাপতি মোজাহিদ আলী, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাব্বির আহমেদ, প্রচার সম্পাদক কামরুজ্জামান দিলু,
নির্বাহী সদস্য আব্দুল মঈন চৌধুরী, আবু সুফিয়ান, তোফায়েল আহমেদ, আলী আহমদ মিয়া, সৈয়দ আহমেদ আলী, সৈয়দ ছাদেক আহমেদ, মিসেস বাপ্পি ধাম ও আব্দুল বাসিত চৌধুরী।