স্পিকার সিলেক্ট ১১ বনাম ৫০ এক্টিভ ক্লাবের মধ্যকার ফুটবল খেলায় কাউন্সিলার শাহ সোহেল আহত
শামসুর সুমেল শামসুর সুমেল
লন্ডন
টাওয়ার হ্যামলেটস এর সর্ডিস ফুটবল মাঠে টাওয়ার হ্যামলেট স্পিকার সিলেক্ট 11 বনাম 50 অ্যাক্টিভ ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় স্পিকার সিলেক্ট ১১ এর খেলোয়াড় ও হোয়াইটচ্যাপেল ওয়ার্ডের কাউন্সিলার শাহ সোহেল আমিন অহত হয়েছেন।
গত ৭ নভেম্বর পুর্ব নির্ধারিত এই প্রীতি ম্যাচে স্পিকার সিলেক্ট ১১ জয় পায়। খেলার দ্বিতীয়ার্ধে হাটুতে ব্যাথা পেয়ে অজ্ঞান হয়ে মাঠ ছাড়েন কাউন্সিলার সোহেল। পরে তাকে স্থানীয় রয়েল লন্ডন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নেয়া হলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে বাসায় পাঠানো হয়। তার হাটুতে কোন ধরনের ফেক্সার হয়নি তবে মচকে গেছে । ডাক্তাররা তাকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় থাকার পরামর্শ দিয়েছেন এবং প্রয়োজনীয় প্রয়োজনীয় মুভমেন্টের জন্য ক্রাচ বা স্টিক ব্যবহার করতে বলেছেন। তিনি তার দ্রুত রোগ মুক্তি জন্য সকলের দোয়া কামনা করেছেন।


