বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্টের সভায় সমঝোতার ভিত্তিতে কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত

এম এ জামান এম এ জামান

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১ 851 views
শেয়ার করুন

গত সোমবার লন্ডনে বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের এক বিশেষ সভা গ্রীন স্ট্রিটস্থ প্লাসেট রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে করোনা মহামারীতে সংস্থার দুজন ট্রাস্টির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বিলুপ্ত ঘোষিত কমিটির সভাপতি হাবিবুর রহমান ময়নার সভাপতিত্বে রাত আট টায় সভা শুরু  হয়। সভায় বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর বিধিনিষেধের কারনে নির্বাচন সহ প্রয়োজনীয় কর্মসূচি পালন না করতব পারায় দুঃখ প্রকাশ করা হয়।

সভায় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করা হয়। তাছাড়া সমঝোতার ভিত্তিতে একটি কমিটি তথা একটি মাত্র প্যানেল গঠনের জন্য সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমান ময়নার নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। সাথে সাথে টিম কর্তৃক মনোনীত কমিটি বা প্যানেলকে মেনে নিতে কারো আপত্তি থাকবে না বলে সকলে ঘোষণা দেন।

সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক শামীম আহমদ হেলাল এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজ সেবক সায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাবেক ট্রেজারার ময়নুল হক, নুরুল ইসলাম মসা, খলিলুর রহমান পল, আলতা হোসেন, আব্দুল হক, নিজাম উদ্দিন, মোহাম্মদ হেলাল উদ্দিন, আকমল হোসেন দোলা, নজরুল ইসলাম, মোহাম্মদ মুহিত উদ্দিন, মনজুরুছ ছামাদ চৌধুরী মামুন, আব্দুল করিম, ইসলাম উদ্দিন, আকবর হোসেন, সোহেল আহমদ, আলা উদ্দিন, আব্দুল হক, বদরুল হক, সিরাজ উদ্দিন আহমদ ও সালেহ আহমদ প্রমুখ।