সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি বিয়ানীবাজারের সন্তান শেখ নাজিম

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১ 875 views
শেয়ার করুন

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন ছাতক থানার ওসি। বিয়ানীবাজার উপজেলার সম্তান শেখ নাজিম উদ্দিন। তার বাড়ি উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় পুলিশের এ কর্মকর্তার সম্মাননা ক্রেস্ট তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ছাতক থানায় শেখ নাজিম উদ্দিন ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।