যুক্তরাজ্যের হোয়াইট চ্যাপেল ওয়ার্ডে জনপ্রতিনিধিদের ইফতার বিতরণ
ফুড স্পন্সর সোনারগাঁ রেস্টুরেন্ট
এম এ জামান এম এ জামান
বায়ান্ন টিভি
যুক্তরাজ্যে মহামারী করোনাভাইরাসে যখন প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে কয়েক হাজার। এই চরম প্রতিকূল সময়ে বারার নীডি ও ভলনারেবল মানুষের পাশে দাড়াচ্ছেন টাওয়ার হ্যামলেটস এর নির্বাচিত জনপ্রতিনিধিগণ। ১২ মে মঙ্গলবার বিকেলে কাউন্সিলার কবি শাহ সোহেল আমিন ও ফারুক মাহফুজের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা হোয়াইট চ্যাপেল ওয়ার্ডে দুই শতাধিক আইসোলেটেড ও ভলনারেবল মানুষের ঘরে গরম ইফতারি পৌঁছে দেন। মানবিক আবহ তৈরীর এ কাজে তাঁদের আগ্রহ আর উচ্ছ্বাস যেন অনুকরণীয়।
লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের উদ্যোগে গৃহীত “টাওয়ার হ্যামলেটস টুগেদার ইফতার ২০২০” কর্মসূচির আওতায় আয়োজিত এই ইফতার বিতরণী পুর্ব সমাবেশে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার কাউন্সিলার ভিক্টোরিয়া অবাজি, ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, ডেপুটি স্পীকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন, সোনারগাঁও রেস্টুরেন্টের মিসবাহ চৌধুরী ও তফাজ্জল আলম।

হোয়াইট চ্যাপেল ওয়ার্ডের প্রবীণদের ঘরে ইফতারি পৌঁছে দিচ্ছেন মেয়র জন বিগস।
বিকেল ৫টায় খ্রিস্টান স্ট্রিটের হার্কনেস কমিউনিটি হলে কাউন্সিলার শাহ সোহেল আমিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, কাউন্সিলার তারেক খাঁন, কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার আব্দাল উল্লা, কাউন্সিলার এহতেশাম হক, কাউন্সিলার সাদ চৌধুরী, কাউন্সিলার আসমা ইসলাম, কমিউনিটি নেতা সানু মিয়া, লেবার পার্টি হোয়াইট চ্যাপেল ওয়ার্ডের চেয়ার মামুনুর রশিদ , আফতাব আলী, মনির উদ্দিন, জামালুর রহমান, শাহ জামাল ও আব্দুল মালেক প্রমুখ।
এটি ছিলো “টাওয়ার হ্যামলেটস টুগেদার ইফতার ২০২০” এর পঞ্চম ইফতার বিতরণী। সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে কাউন্সিলার স্বেচ্ছাসেবকদের হাতে ফুড প্যাক তুলে দেন ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম ও কাউন্সিলার ফারুক মাহফুজ। পরে হোয়াইট চ্যাপেল ওয়ার্ডের মাল্টি ফেইথ কমিউনিটির প্রায় দুই শত ভলনারেবলদের ঘরে ঘরে গরম ইফতারি পৌঁছে দেন স্বেচ্ছাসেবকরা। এদিকে মেয়র জন বিগস আলোচনা অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেও পরে এসে ইফতার বিতরণীতে শামিল হন।


