ইতালিতে নিষেধাজ্ঞার কবলে বিমান

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ 837 views
শেয়ার করুন
মহামারী করোনা ভাইরাসের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বন্ধ হয়ে আছে প্রায় সাড়ে তিনমাস ধরে। এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিমান চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি।
 
ইতালিগামী বিমানে বাংলাদেশি করোনা রোগী শনাক্ত হওয়ায় মঙ্গলবার (৭ জুলাই) এ সিদ্ধান্ত নেয় ইতালি সরকার। কীভাবে ইতালিগামী বিমানে করোনা রোগী উঠল তা নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।
 
গত সোমবার বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রাণলয় জানিয়েছে।
 
মঙ্গলবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্বাস্থ্য মন্ত্রণালেয়র এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্লাইট বন্ধের এই সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করবে।
 
সাম্প্রতিক করোনার ক্লাস্টারের পর গত সপ্তাহে রোমের আশপাশের লাজিও অঞ্চলে স্থানীয় সব বাংলাদেশি কমিউনিটিকে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ কর হয়েছিল।
 
বিশ্বব্যাপী এই ভাইরাস ছড়িয়ে পড়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে গত ৩০ মার্চ থেকে বিমানের মধ্যপ্রাচ্যে ও ইউরোপ সহ ১৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়। বেবিচক গত ১৫ জুন থেকে যুক্তরাজ্য ও কাতারে এবং পরবর্তী সময়ে আরব আমিরাতে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। পরে ২১ জুন থেকে যুক্তরাজ্যের লন্ডনে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়।
 
কিন্তু কারণবশত ৭ জুলাই থেকে ১৬ জুলাই ২০২০ পর্যন্ত দুবাই-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এছাড়া শুধু মাত্র লন্ডন ছাড়া সকল আর্ন্তজাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।