সিলেটের বিয়ানীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১ 455 views
শেয়ার করুন
বিয়ানীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
পরে ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে ৭ মার্চের ওপর আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিক নূরের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান, আবুল কাশেম পল্লব, বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় সহ এসময় বিভিন্ন অঙ্গনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ এদিকে, ঐতিহাসিক ৭ মার্চে বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে আজ বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ নানা কর্মসূচীর মাধ্যমে পালনের খবর পাওয়া গেছে।