সিলেটের বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১ 653 views
শেয়ার করুন

 

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে। সিলেটের পুলিশ সুপার এর দিক নিদের্শনায়, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে – বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন ,

গ্রেপ্তারকৃত ডাকাত দুলু মিয়া ওরফে ধলু মিয়া উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের মফর আলীর ছেলে। সে বিয়ানীবাজার থানার একটি ডাকাতি মামলার ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ড সহ ১০ হাজার টাকা। জরিমানা অনাদায়ে আরো ০১ বছরের সশ্রম করাদন্ড মূলে বিজ্ঞ আদালতের সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী, দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করতে তৎপরতা চালিয়ে আসছিল পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার রাতে উত্তর কাকরদিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই ওই বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতো। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রাম থেকে তাকে আটক করেন এসআই রুমেন আহমদ, এসআই সাইফুল ইসলাম ও এএসআই মহিবুর রহমান।

 

এছাড়াও এএসআই/মোঃ নুরুন্নবী মোড়ল, এএসআই/মহিবুর রহমান,এএসআই/রিতন কুমার সিংহ সহ বিয়ানীবাজার থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে বাকী ৩ জন বিজ্ঞ আদালতের পরোয়ানাভূক্ত পলাতক আসামী

 

১। রফিক উদ্দিন(২৮), পিতা-মৃত ফয়েজ আলী, সাং-মান্দার গ্রাম, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট, ২। আক্তার হোসেন(৩৫), সাং- ঘুঙ্গাদিয়া ফুলবাড়ী, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট, ৩। কালা মিয়া (৪৫), পিতা- মৃত ধনাই মিয়া, সাং- নয়াগ্রাম, এ/পি সাং-নিধনপুর (শফিক মিয়ার বাড়ী) থানা-বড়লেখা, এই আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় এই তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।