সিলেটের বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
মাহবুব জয়নুল মাহবুব জয়নুল
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। সোমাবার দিবস উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকু নূরের নেতৃত্বে উপজেলা চত্বর হতে আনন্দ শোভাযাত্রা শুরু করে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এতে জীবন বীমা কোম্পানির উপজেলা শাখায় কর্মরত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা হল রুমে নির্বাহী কর্মকর্তা আশিকুর নূরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বীমা কোম্পানির সমন্বয়ক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এপিডি মোশতাক আহমদ চৌধুরী সুমন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভিপি আব্দুস ছবুর, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিয়ানীবাজার শাখা ইনচার্জ বেলাল আহমদ, ফারইষ্ট লাইফের সার্বজনিক বীমা শাখার ইনচার্জ মুজিবুর রহমান, মার্কেন্টাইল লাইফের ইনচার্জ আব্দুল হামিদসহ বিভিন্ন কোম্পানীর কর্মকর্তাবৃন্দ।


