সিলেট আদালত প্রাঙ্গন থেকে বিয়ানীবাজারের আলতাফের প্রাইভেটকার চুরি

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ 888 views
শেয়ার করুন

 

সিলেট আদালত প্রাঙ্গন থেকে বিয়ানীবাজারের আলতাফ হোসেন নামের এক ব্যক্তির নীল রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ, ১১-২০৭৩) চুরি হয়েছে।

আজ রোববার সকালে সিলেট জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে প্রাইভেটকারটি চুরি যায়। চুরি যাওয়া গাড়িটির মালিক বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের আলতাফ হোসেন।

এদিকে, চুরি যাওয়া গাড়িটির সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। যদি কেউ গাড়িটি কোথাও দেখতে পান তাহলে তার সাথে যোগাযোগ (01715-859158) করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।