লালমনিরহাটে তিস্তার চরে খাদ্য সামগ্রী দিল সেনাবাহিনী

হাসান মাহমুদ হাসান মাহমুদ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মে ৮, ২০২০ 571 views
শেয়ার করুন

লালমনিরহাট জেলার হাতীবান্ধায় তিস্তার চরের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বীজ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী ও বাংলালিংকের যৌথভাবে আয়োজনে কর্মহীন ১০০টি অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (৮ই মে) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের বাঘের চরে সামাজিক দুরত্ব মেনে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি, সাবান ও ছোলা বুট।

খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে জানতে চাইলে ক্যাপ্টেন মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন ও মানুষের সামাজিক দুরত্ব নিশ্চিত করতে শুরু থেকেই কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা ভাইরাসের কারণে মানুষ আজ ঘরবন্ধি। অনেকেই খাদ্য সমস্যায় ভুগছেন। আমরা খাদ্য সামগ্রীর পাশাপাশি ও কৃষকদের বীজ বিতরণ করেছি। সবাইকে সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে এগিয়ে আসা উচিত।