
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই সংবাদ কর্মীদের কাছ থেকে কাম্য। সংবাদ পরিবেশনের পূর্বে সংশ্লিষ্ঠ ব্যাক্তিদের সাথে আলাপ আলোচনা করা প্রয়োজন। অসত্য সংবাদ পরিবেশন করলে দেশ, ব্যাক্তি ও সমাজ ক্ষতির সম্ভাবনা থাকে, এসব খেয়াল রাখতে হবে।
“সম্ভাবনার কথা বলে” শিরোনামকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসক্লাবে “সুনামগঞ্জ সকাল ডটকম” অনলাইন পোর্টালের এর শুভ উদ্ভোধন কালে এসব বলেন বক্তারা।
বায়ান্ন টিভির বার্তা প্রধান আমিনুল হকের প্রকাশনায় ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ারের সম্পাদনায় শুক্রবার (৭ আগস্ট) বিকাল ৪ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অনলাইন পত্রিকাটি। ফার্স্টক্লিকের মাধ্যমে নিউজ পোর্টালটির শুভ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসেন ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
এ সময় উপস্থিত ছিলেন মিশিগান স্টেইট আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আপ্তাব মিয়া, প্রেসক্লাবের সদস্য সামিউল কবির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, দঃ সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য সায়াদ হোসেন সবুজ, মাওলানা এনামুল হক, ছাত্রলীগ নেতা শাহনুর আহমদ সুলতান।