সুনামগঞ্জে কমছে নদীর পানি, এখনো লক্ষাধিক মানুষ পানিবন্দী
মেহেদী হাসান মেহেদী হাসান
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয়বারের মত জেলার ১১টি উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কমতে শুরু করেছে সুরমাসহ বেশ কয়েকটি নদনদীর পানি।
সুনামগঞ্জে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনো কমেনি হাওরের পানি। দুদফা বন্যায় এখনো কয়েক লক্ষাধিক পানিবন্দি মানুষদের চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এছাড়া এখনো পানি নামেনি পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে।
সুনামগঞ্জ জেলার ১১ উপজেলাতে বন্যায় পানিবন্দি রয়েছেন কয়েক লক্ষাধিক মানুষ। বিশুদ্ধ খাবার পানি ও ত্রান সংকটে চরম দুর্ভোগ বানভাসি এসব মানুষজন। এদিকে পানি এসব মানুষদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।
মঙ্গলবার সকালে সুরমা নদীর পানি কিছুটা কমলেও এখন বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এখনো প্লাবিত রয়েছে শহরের বেশিরভাগ এলাকা। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে তলিয় গেছে জেলার বিভিন্ন সড়ক। চরম ভোগান্তিতে বানভাসি মানুষজন।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ জানান, বন্যায় এখন পযর্ন্ত দুহাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্থ’ হয়েছেন। পানিবন্দী মানুষদের জন্য ৩৫২ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া প্লাবিত এলাকায় শুক্ন খাবার ও ত্রান পৌছে দেওয়া হচ্ছে।