সরকারি অনুদানের ছবিতে আসছেন মৌ

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০ 443 views
শেয়ার করুন

দুই বছর আগে ২০১৭ সালে সরকারি অনুদান ‘দায়মুক্তি’ শিরোনামের একটি ছবি। নানা কারণে ছবিটি নির্মাণে যেতে পারেননি পরিচালক। ইতোমধ্যে ২০১৯-২০২০ অর্থবছরে অনুদান প্রাপ্ত ছবির ঘোষণাও করেছে তথ্যমন্ত্রণালয়। ২০১৭ সালের দায়মুক্তি ছবিটি এবার নির্মাণ শুরু করতে চাচ্ছেন পরিচালক। ঈদুল আজহার পর শুটিং ফ্লোরে গড়াবে ছবিটি। এমন তথ্যই জানালেন পরিচালকের দায়িত্বে থাকা কমল সরকার।

এই ছবিটির মাধ্যমে প্রথমবারের মত জুটি বাঁধতে চলেছেন সাইমন সাদিক ও মৌ খান। ইতোমধ্যে মৌ খানকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়েছে। সাইমনের সঙ্গেও চূড়ান্ত কথা হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে আনুষ্ঠানিক চূক্তিও করা হবে।

জানা গেছে, ছবিটির এসোসিয়েট ডিরেক্টর হিসেবে থাকবেন পরিচালক বদিউল আলম খোকন। রাইসা ফিল্ম প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত হবে ছবিটি। মূলত বৃদ্ধাশ্রমের গল্পই এর প্রধান উপজীব্য।

পরিচালক কমল সরকার বলেন, ‘দায়মুক্তি’ ২০১৭ সালের জন্য সরকারি অনুদান পেয়েছে কিন্তু নানা কারণে নির্মাণে যেতে পারিনি। এবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিনেমাটি শেষ করে জমা দিতে হবে। সে অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে। আসছে ঈদের পর শুটিং শুরু হবে সিনেমাটির। এছাড়া আমার সিনেমাটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

ছবিটিতে অভিনয়ের বিষয়ে মৌখিক সায়মন সাদিকের সঙ্গে কথা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাইমন। আর মৌ খান বলেন, সরকারী অনুদানের ছবি এটি। বদিউল আলম খোকন ভাইয়া এটির দায়িত্বে আছেন। তাই চোখ বন্ধ করেই এতে অভিনয় করা যেতে পারে। কারণ তিনি সফল নির্মাতা। এছাড়াও ছবিটির গল্পটিও বেশ স্পর্শকাতর। এই ছবিটির মাধ্যমেই সাইমন ভাইয়ের সঙ্গে প্রথম অভিনয় করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন।’

গেলো ৮ জুলাই সিনেমাটির জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মৌ খান। সাইমন-মৌ ছাড়া এতে আরও অভিনয় করবেন সৈয়দ হাসান ইমাম, দিলারা জামানসহ অনেকেই।