
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় ইউনিয়নের আলীগঞ্জ বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার এস এম ছমরু মিয়া।
সভাপতির বক্তব্যে ছমরু মিয়া বলেন, আমরা ত্যাগীদের মূল্যায়ণ করবো। যারা ত্যাগ স্বীকার করেছেন, মামলা-হামলায় জর্জরিত ছিলেন তাদেরকে কমিটিতে মূল্যায়ন করা হবে। পর্যায়ক্রমে আমরা নেতাকর্মীদের মূল্যায়ন করবো।
তিনি বলেন, ৭১ এর রাজাকার আর ২৪ এর স্বৈরাচার থেকে সবাই সাবধান থাকবেন। ইসলাম নামধারী একটি দল মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তাদের মিষ্টি কথায় কান দেবেন না। তারা গুজব ছড়িয়ে সমাজকে উশৃংখল করে তুলতে চাইছে।
ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. সোনা মিয়ার পরিচালনায় ওয়ার্ড সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা: শাহ ছইদুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান তালুকদার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার খান মেম্বার, সিরাজুল ইসলাম, বিএনপি নেতা জিল্লুর রহমান, মাও. সৈয়দুর রহমান, রেদুয়ান আহমদ কফিল ও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শফিক আহমদ তালুকদার।
এসময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের লক্ষে ‘সুপার ফাইভ’ পদের জন্য সরাসরি প্রার্থী হওয়ার আমন্ত্রণ জানান আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি এস এম ছমরু মিয়া। আমন্ত্রণের ভিত্তিতে ৯নং ওয়ার্ডে সভাপতি পদের জন্য আগ্রহ দেখান আজিজুর রহমান, রশিদ মিয়া। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আবুল কালাম তালুকদার ও আশক আলী।
প্রসঙ্গত: ইউনিয়নের সব ওয়ার্ডের কাউন্সিল শেষ হয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন শেষ হলে সকল ওয়ার্ডের সুপাই ফাইভ পদে নির্বাচিত ব্যক্তিদের নাম এস সাথে প্রকাশ করা হবে।