আবুধাবিতে মনোহরগঞ্জ কৃষক লীগ নেতার মৃত্যুতে শোক সভা
জাহাঙ্গীর কবীর বাপপি জাহাঙ্গীর কবীর বাপপি
সাংবাদিক, আবুধাবী

সজিব ওয়াজেদ জয় পরিষদ আবুধাবি শাখার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অভি পাটোয়ারীর বাবা, মনোহরগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গতকাল ২৪ জুলাই আবুধাবিস্থ আল নাফিম রেস্টুরেন্টে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ বেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন আবুধাবি যুবলীগের সভাপতি জাকির হোসেন জসীম এবং সাধারণ সম্পাদক মাহবুব খোন্দকার ও সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমদ।
বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মোঃ শিপন, মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ,
অর্থ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, আইন সম্পাদক মোহাম্মদ টুটুল,ধর্ম সম্পাদক – মোহাম্মদ এরশাদ হোসেন, মোঃ রিপন, মোহাম্মদ ফয়সাল প্রমুখ। আরো অনেকেই ছিলেন মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মমতাজুল হক।