আমিরাতে হোমনা মেঘনা প্রবাসিদের ঈদ পুনর্মিলনী

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৩ 214 views
শেয়ার করুন

“হোমনা-মেঘনা ভাই ভাই, ঐক্যবদ্ধ থাকতে চাই” এই স্লোগানকে সামনে রেখে, হোমনা-মেঘনা পরিচিতি সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, হোমনা মেঘনার মধ্যে অতীতে যে ভ্রাতৃত্ব ছিলো তা আবারো পুনরোজ্জীবিত হবে। দলমতের উর্ধ্বে উঠে এ দুই জনপদের প্রবাসিদের কল্যাণে কাজ করে যেতে হবে।

শুক্রবার আজমানের স্পাইস হাউস রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্বি করেন ০১ নং মাথাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নাজিরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও আবুল কালামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হোমনা তিতাস প্রবাসিকল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি আজমানের সাধারণ সম্পাদক শিকদার মোঃ শাফায়েত উল্লাহ, হোমনা তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের বর্তমান সভাপতি মোশাররফ হোসেন ফারুক, শ্রীমদ্দি ঐক্যবদ্ধ আলোকিত প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মোশাররফ হোসেন, হোমনা তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক মাসুদ সরকার, হোমনা তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের সদ্য সাবেক সভাপতি মোস্তফা কামাল, হোমনা তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আউয়াল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মকবুল হোসেন, উপদেষ্টা ফিরোজ খান, মোহাম্মদ রিগান, মেঘনা দুবাই প্রবাসী সমবায় সমিতির ক্যাশিয়ার মোহাম্মদ জাকির হোসাইন (প্রধান), কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আলামিন ও আবুল কালাম আজাদ (রুবেল) মাধবপুর -মেঘনা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোমনা তিতাস প্রবাসিকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম , সহ-সভাপতি মনির হোসেন, অলি উল্লাহ, আলি আহমাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, সবুজ মিয়া, উপদেষ্টা আব্দুল জলিল, জহির , মাইনউদ্দিন, অমর ফারুক সোহাগ, আলী আশরাফ, মনির হোসেন, সগির হোসেন, সহ আরও অনেক হোমনা তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য ও মেঘনা প্রবাসীরা।

মেঘনা থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন প্রধান, সোনাকান্দা-মেঘনা। আবুল কালাম আজাদ (রুবেল), মাধবপুর- মেঘনা।
ফারুক হোসেন, মাধবপুর-মেঘনা। আব্দুর রহমান, চন্দনপুর-মেঘনা। মোহাম্মদ ডালিম, লক্ষণখোলা -মেঘনা। আবুল কালাম, মানিকারচর-মেঘনা। শাওন মুন্সি, জয়নগর-মেঘনা। আবুল কালাম, চেঙ্গাকান্দি-মেঘনা। মাইনুদ্দিন, বড়কান্দা-মেঘনা। মোহাম্মদ মনির হোসেন, সোনাকান্দা-মেঘনা। হাবিব, লক্ষণখোলা-মেঘনা। জহিরুল ইসলাম, জয়নগর-মেঘনা। সোহেল, টিটির চর-মেঘনা। শাম সুন্দর, দক্ষিণ কান্দি-মেঘনা।

অনুষ্ঠান শেষে নাজির উদ্দিন চেয়ারম্যান এর ব্যবসায়িক প্রতিষ্ঠানে হোমনা-মেঘনার সিনিয়র নেতৃবৃন্দ বসে মিষ্টি মুখ করেন। দুই উপজেলার সাধারণ জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় আনন্দ উৎসবে মেতে ওঠে প্রবাসীরা।