কাতারে মোবাইলে এহতেরাজ এপ চালু না থাকলে জেল জরিমানা

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ 1,529 views
শেয়ার করুন

কাতারে করোনার বিস্তার ঠেকাতে মোবাইলে এহতেরাজ এপ চালু থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২২ মে, শুক্রবার থেকে যেকোনো ব্যক্তি ঘর থেকে বের হলে মোবাইলে অবশ্যই এই এপ চালু থাকতে হবে।

পরবর্তী নির্দেশ নাদেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল সোমবার কাতারের মন্ত্রী পরিষদের অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এপটি ব্যক্তির শারীরিক অবস্থার কথা জানান দিবে।

এপটি ডাউনলোড করে ব্যক্তির মোবাইল নম্বর এবং কাতার আইডির নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে চালু রাখতে হবে। এ সিদ্ধান্ত লঙ্ঘনকারীর বিরুদ্ধে কাতারের সংক্রামক রোগপ্রতিরোধ ১৯৯০ এর ১৭ আইন অনুযায়ী ৩ বছরের জেল এবং ২ লাখ কাতারি রিয়াল জরিমানা অথবা এই দুইটির একটি দণ্ডে দণ্ডিত করা হবে। কিন্তু এপটি চালু করতে স্মার্টফোন দরকার, যাদের স্মার্টফোন নেই তারা বিপাকে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।