ওসমানী ছিলেন স্বাধীনতার বাতিঘর

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২ 293 views
শেয়ার করুন

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবীর এম এ জি ওসমানীর রণকৌশল জাতি আজীবন মনে রাখবে। তাঁর অসামন্য অবদানের জন্য সহজে মুক্তির স্বাদ পেয়েছে বাঙালি জাতি। আমিরাতে বঙ্গবীর এম এ জি ওসমানীর ১০৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি পরিষদ আমিরাত শাখা আয়োজিত আলোচনা সভায় এসব বলেছেন বক্তারা।

শনিবার শারজাহের একটি রেস্তোরায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম লিটন তালুকদার। সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ খাঁন ইরন ও সাংগঠনিক সম্পাদক বাবলু চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী আব্দুর রব। এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সিআইপি আব্দুল করিম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক আব্দুল লতিফ, সমাজকর্মী আমিরুল ইসলাম চৌধুরী এনাম, উপদেষ্টা নজরুল ইসলাম, মানিক মিয়া, সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন মন্তর, উপদেষ্টা মসুদ আলী, পৃষ্ঠপোষক আলিম উদ্দিন।

আরও বক্তব্য রাখেন অর্থ সম্পাদক রিপন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমেদ, আনসারুল আমিন, মোঃ আলী সোহেল, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন সদস্য আকবর আলি, উপদেষ্টা -চুনু মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা -জানে আলম,সদস্য খোকন আহমেদ, পলাশ চৌধুরী, ফয়সাল আহমেদ, জাহাঙ্গীর, লিটন আহমেদ, মুজাহিদ উল ইসলাম,বাবুল,জাবের,রুবেল, নাজরুল,সাইফুল,রাইহান মিয়া,হোসাইন আহমেদ, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, ওসমানীর জীবন ও আদর্শ প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কাছে পরিচিত করতে একটি ম্যাগাজিন প্রকাশ করা হবে। পরে ওসমানীর বিদেহি আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ সুফিয়ান আহমেদ